ফরিদপুর জেলা হতে রাজবাড়ি রাস্তার মোড় হয়ে সালথা উপজেলা। সালথা বাজার হতে ভাওয়াল রোড ভ্যান/অটো ভ্যান যোগে কদমতলা বাজারের পার্শ্বে কুমার নদীর বেইলী ব্রীজ পাড় হলেই এই মাদ্রাসা।
গট্টি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের অন্তর্গত বড় লক্ষনদিয়া মাদ্রাসাটি অতি প্রাচীনতম একটি মাদ্রাসা। সু-দীর্ঘ পথ ধরে এই মাদ্রাসাটি অতি সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। মাদ্রাসাটি 1987 সালে স্থানীয় জনগণের নিকট হতে সংগৃহীত ফান্ড দ্বারা প্রথম ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এরপর আর পিছে ফিরে তাকাতে হয়নি। সরকারি এবং সামাজিক সহযোগীতায় এটি এখন বড় আকার ধারন করেছে। মাদ্রাসাটিতে প্রায় ১২০০ ছাত্র রয়েছে। এর একটি সূরা কমিটি রয়েছে। এটি গট্টি ইউনিয়নের কুমার নদীর তীরে অবস্থিত। অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান করা হয়। সব মিলিয়ে মাদ্রাসাটি একটি জনপ্রিয় মাদ্রাসায় রুপান্তরিত হয়েছে। আশা করছি এই মাদ্রাসাটি ভবিষ্যতে আরও জনকল্যান মূলক হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস