Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
2025-2026 চক্রের জন্য ভিডব্লিবউবি’র অনলাইন আবেদন শুরু
Details

এতদ্বারা গট্টি ইউনিয়নের সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে, ২০২৫-২০২৬ চক্রের জন্য সরকারীভাবে ভিডব্লিউবি সুবিধা প্রাপ্তির জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে। আবেদনের জন্য যা যা প্রয়োজন-

১। সুবিধাভোগীর আইডিকার্ডের ফটোকপি

২। নিজ বা পরিবারের সদস্যদের মোবাইল নম্বর

আবেদন কপি সহ আইডি কার্ডের ফটোকপি, ছবি (স্ট্যাম্প সাইজ ১ কপি, পাসপোর্ট সাইজ-১ কপি), মোবাইল নম্বর নিয়ে ইউনিয়ন পরিষদে দাখিল করার জন্য অনুরোধ করা হলো।

বিঃ দ্রঃ (ক) এই সুবিধা শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য। (খ)  যে পরিবারে স্কুল পড়ুয়া কিশোর/কিশোরী আছে, বিধবা, স্বামীপরিত্যাক্তা, প্রতিবন্ধী আছে তাদের জন্য অগ্রাধিকার থাকবে (গ) সরকারী অন্য কোন সুবিধা পাচ্ছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। (ঘ) খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় যারা সুবিধাপ্রাপ্ত তাদের আবেদন করার প্রয়োজন নেই। তবে টিসিবি সুবিধাপ্রাপ্তরা আবেদন করতে পারবেন।

সুযোগ সীমিত সময়ের জন্য ।


ধন্যবাদান্তে-

(মোহাম্মাদ আবদুল্লাহ আল মামুন)

ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা

৩নং গট্টি ইউনিয়ন পরিষদ

সালথা, ফরিদপুর

যোগাযোগঃ 01762-193023 


Attachments
Publish Date
14/11/2024
Archieve Date
30/12/2024