গট্টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে আগত নারী-পুরূষ, শিশু সকলকেই প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করা হয়ে থাকে।
সেবাসমূহ
* ডায়রিয়া রোগীদের জন্য ওআরএস সরবরাহ করা হয়।
* হাসপাতালে আগত প্রসূতি রোগীদের এন্টিনেটাল চেকআপসহ প্রয়োজনীয় উপদেশ দেয়া হয় এবং আয়রন ট্যাবলেট সরবরাহ করা হয়।
* জাতীয় যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় যক্ষ্মা রোগীদের কফ পরীক্ষার জন্য কফ কালেকশন করা হয় এবং যক্ষ্মা কুষ্ঠ রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ কর হয়।
* শিশু ও মহিলাদের ইপিআই কার্যক্রমের আওতায় প্রতিষেধক টিকা দেয়া হয়
* স্বাস্থ্য কেন্দ্রে আগত রোগীদের স্বাস্থ্য, পুষ্টি ও প্রজনন সম্পর্কিত শিক্ষা দেয়া হয় স্বাস্থ্য কেন্দ্রে আগত কিশোর-কিশোরী ও দম্পতিদের মধ্যে প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রম পরিচালনা করা হয়।
* জটিল রোগীদের প্রয়োজনে উপজেলা হাসপাতালে রেফার করা হয়।
* সরবরাহ সাপেক্ষে প্রয়োজনীয় ঔষধ সমূহ সেবাকেন্দ্র হতে বিনা মূল্যে প্রদান করা হয়।
উপ-সহকারী কমিউনিটি মেডিক্যেল অফিসার
গট্টি, সালথা, ফরিদপুর।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS